প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪, ১১:৩২ এ.এম
পাইকগাছায় মহিলা মাদক কারবারি আটক

পাইকগাছা অফিস : পাইকগাছা থানা পুলিশ ৫'শ গ্রাম গাঁজা সহ জরিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারি কে আটক করেছে। আটক জরিনা বেগম পার্শ্ববর্তী কয়রা উপজেলার হরিয়ারনগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী। মাদকমুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে থানা পুলিশ শুক্রবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার শিববাটি ৯ নং ওয়ার্ড থেকে তাকে আটক করে।
থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক
আমরা কাজ করে যাচ্ছি। আটক নারী জরিনা বেগম একজন আলোচিত মাদক ব্যবসায়ী। সে অভিনব কৌশলে তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে করে মাদক সরবরাহ করছে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় আটক নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া