পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার সামনে থেকে মোটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে ঈদের কেনাকাটা করার জন্য পাইকগাছা আসে পাশ্ববর্তী সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে দেলোয়ার হোসেন। পৌরসভার সামনে তার ব্যবহৃত লাল রঙের ১০০ সিসি হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল টি রেখে পুরাতন দলিল লেখক সমিতি মার্কেটে কেনাকাটা করছিলেন। কেনাকাটা শেষে এসে দেখে তার মোটরসাইকেল টি নাই। দুর্বৃত্তরা ঈদ কে সামনে রেখে এ সুযোগ নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয় টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত