
পাইকগাছা অফিস : পাইকগাছায় ঐতিহ্যবাহী রূপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে শনিবার দুপুরে নতুন বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাতা বেগম শামছুন্নাহার এর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় অশোক কুমার ঘোষকে সভাপতি ও সমীরণ কুমার ঢালী কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সংগঠনের ব্যবস্থাপনা পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সহ-সভাপতি পঞ্চানন সরকার, চিত্ত রঞ্জন মন্ডল, মোড়ল কওছার আলী, যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার বিশ্বাস, সংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিকাশেন্দু সরকার, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা বেগম, দপ্তর সম্পাদক মুজিবর রহমান মল্লিক, সমাজ কল্যাণ সম্পাদক শাহজাহান আলী, কার্যনির্বাহী সদস্য প্রভা রঞ্জন ধীরাজ, অসীম কুমার রায় ও হারান চন্দ্র অধিকারী।