পাইকগাছা অফিস
পাইকগাছায় কঠোর লকডাউন ভেঙ্গে শত–শত মানুষ জড়ো করে রানী হত্যার দাবি ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় চাঁদখালী ইউপির দক্ষিণ গজালিয়ায় পাইকগাছা–সড়কের উপর পর্নোগ্রাফি মামলায় জেল–হাজতে আটক মশিউর সরদারের বিরুদ্ধে এলাকাবাসির নাম ব্যবহার করে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন করোনা মহামারির এই দুর্যোগকালে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সরকারি বিধিনিষেধ ভেঙ্গে অনুমতি না নিয়ে যারা মানববন্ধন কর্মসূচি পালনে উৎসাহ যুগিয়েছেন তাদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। গতকালের মানববন্ধনে বক্তব্য রাখেন রানীমার পিতা রফিকুল সরদার, মহিম ইসলাম, শাহিন আনম, আ: মালেক সরদার, আবু দাউদ মোড়ল, সালাম সরদার, মুজিবর মোড়ল, কোমল জিয়া, মাসুম সরদার, গোলাম রব্বানী, আল–মামুন, পলাশ, ডা: রফিকুল ইসলাম, ডা: টুটুল, সাত্তার সরদার, আল–হাসান, ইবাদুল সরদার, মাসুম বিল্লাহ, ইবাদুল সরদার, শামিম, সবুজ, রহমান প্রমুখ।