প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ১১:৫০ এ.এম
পাইকগাছায় শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
![]()
পাইকগাছা অফিস : পাইকগাছায় শান্তিপূর্ণ ভাবে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭টি পরীক্ষা কেন্দ্র, ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ২ হাজার ৯শত ৫৫ জন।এর মধ্যে মাধ্যমিক সাধারণ ২ হাজার ৪ শত ৫৫ জন, দাখিল ৩ শত ৭১ জন এবং ভোকেশনালে ১শত ২৯ জন অংশগ্রহণ করেন।
প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৯ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা জানান।
পরীক্ষায় দায়িত্বরত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪৮ জনের মধ্যে অনুপস্থিত ১ জন।
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ২৭৫ জনের মধ্যে অনুপস্থিত ২ জন।
অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্রে ৫৩৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন জানান, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আবুল কালাম আজাদ জানান, গড়ইখালী কেন্দ্রে ৩৯৭ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। নাহিদ মল্লিক জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৬১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর কুমার ঢালী জানান, পাইকগাছা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন। সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৮৮ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জিএম জাকারিয়া জানান, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোকেশনাল কেন্দ্রে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া