প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৫৮ পি.এম
পাইকগাছায় শালিসী সভার শর্ত ভঙ্গের অভিযোগ

পাইকগাছা অফিস : পাইকগাছায় শালিসী সিদ্ধান্তের শর্তভঙ্গ করে উল্টো উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতির বিরুদ্ধে জমিতে যেতে বাঁধা সৃষ্টির কথিত অভিযোগের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলার মেলেক পুরাইকাটির সুধাংশু সাধুর স্ত্রী চায়না সাধু পূজা উদযাপন পরিষদ সভাপতি সমীরণ সাধুর বিরুদ্ধে থানায় অভিযোগ করার ৩ দিন পর নিজের জমিতে ধান রোপন করেও প্রতিহিংসা বশত এমন অভিযোগ করছেন।
জানাগেছে, ইতোপূর্বে চায়না সাধু ও সমীরণ সাধু পরিবারের মধ্যে জমা-জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে চায়নার অভিযোগের প্রেক্ষিতে গত ১৯-৮-২২ সালে সমীরণ সাধুর ইটভাটায় থানার সাবেক ওসি, লস্কর ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি সহ দু'পক্ষের আইনজীবীদের নিয়ে তদন্ত সম্পন্ন হয়।
দু'পক্ষের কাগজপত্র পর্যালোচনান্তে শালিসী সভার সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে দু'পক্ষই নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে সমাধান করে নেন। নিস্পতি হয় এসএ,২৪১/৮৭৮ দাগে সীমানায় উভয়ের জমির পশ্চিম সীমানায় উত্তর- দক্ষিন বরাবর প্রত্যেকের মালিকানা জমির ২ হাত করে মোট ৪ হাত তলা মাটির রাস্তা হবে।
সমীরণ সাধুর ইটভাটায় আকৃতি, উচু-নিচু বাঁধ করনে চায়নাকে ২০ হাজার টাকা দেয়া হবে, তবে চায়না সাধু ৯৩৯ দাগের জমি আকৃতি-প্রকৃতি পরিবর্তনে সমীরণ সাধুর নামে কোথাও কোন অভিযোগ করতে পারবে না। এছাড়া সমীরণ সাধুর এসএ ১ খতিঃ,২৪২ দাগে ১২ এর মধ্যে ৭ শতক জমি সীমানা করে বাঁশের বেড়া, বালিভরাট করতে পরবে। এতে চায়নার আপত্তি থাকবে না। ৮৭১ দাগে ২ শতক জমি চায়না ছেড়ে দেবে সার্বজনীন শিব মন্দিরের জন্য।
সর্বশেষ সমীরণ সাধুর বিরুদ্ধে তার ইটভাটার ভিতর চলতি আমন মৌসুমে চায়না সাধুর জমি দখল ও জমিতে ধান্য রোপনে বাঁধা সৃষ্টির অভিযোগ তুলে চায়না সাধু অন্যের প্ররোচনায় থানায় একটি অভিযোগ করেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় সুদাম সাধু ক্ষোভের সাথে বললেন, চায়না সাধু শান্তিপূর্ণ ভাবে তার জমিতে ধান রোপন করেও অন্যের প্ররোচনায় প্রতিহিংসা বশত সমীরণ সাধুর পরিবারের বিরুদ্ধে মনগড়া অভিযোগ করেছেন। এ সময় চায়না সাধু কপিলমুনিতে অবস্থান করায় তার বক্তব্য গ্রহকরা সম্ভব হয়নি। তবে তার পুত্রবধু স্বীকার করেন এ বছর ধান রোপনে কেউ বাঁধা দেয়নি। সমীরণ সাধু'র ঘেরা-বেড়া ভাঙচুরের কথা উঠলে এ গৃহবধূ বিষয়টি এড়িয়ে যান। এ প্রসঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু বলেন, পূর্বের শালিসী সিদ্ধান্ত চায়না সাধু পদে-পদে শর্তভঙ্গ করে উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি আরোও বলেন, চায়না আমার বেড়া ভাঙচুর সহ রাস্তার ২ হাত জমি ও মন্দিরের জমি এখনো ছাড়েনি। অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, তদন্ত করে অভিযোগ সত্য-মিথ্যা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া