
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান কল্পে স্থানীয় সুধী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন পদোন্নতি প্রাপ্ত নবনিযুক্ত সচিব মো. তৌহিদুর রহমান।শনিবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা মিলনায়তনে স্থানীয় সুধী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন বিগত আওয়ামী লীগের আমলে নির্যাতনে শিকার হয়েছেন।আওয়ামী সরকার কালীন সময়ে বৈষম্যের শিকার হয়ে পদোন্নতি বঞ্চিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হলে। অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের বঞ্চিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদোন্নতির আওতায় আনার উদ্যোগ নেয়। যার অংশ হিসেবে মো. তৌহিদুর রহমান কে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।তিনি গত ৪ আগষ্ট মাসে ছাত্র-জনতা সাথে রাজপথে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন।