পাইকগাছা অফিস : পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলার গদাইপুর বাজার খোলা চত্ত্বরে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ, সাহিত্যিক- সাংস্কৃতিক গবেষক ও জীবনজাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। তিনি বক্তৃতায় বলেন, সমাজে সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে।সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ ছিলেন, অধ্যাপক অজয় রায়, অ্যাড. শফিকুল ইসলাম কচি, লেখক ও কবি, মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, প্রজিৎ কুমার রায়, কবি অসিম রায়, মো. সাহাদত হোসাইন। লিনজা আক্তার মিথিলা ও সুবাইতার সঞ্চালনায় বক্তৃতা করেন, সাংবাদিক ফারুক হোসেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, সমাজ সেবক জগন্নাথ দেবনাথ, কবি রোজী সিদ্দিকী, বাবুল শরীফ, রাবেয়া আক্তার মলি সহ অনেকে। সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৬ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়। সপ্তদ্বীপা সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, প্রবন্ধ ও কবিতা বিষয়ক গবেষণায় অধ্যাপক অজয় রায়, কর্মদক্ষায় ও সাফল্যে হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হেসেন, বাংলা সাহিত্যে কবিতায় রোজী সিদ্দিকী,সংস্কৃতি ও কৌতুক শিল্পীর জন্য বাবুল শরিফ, বাংলা সাহিত্যে ছড়ায় এম এ রাজ্জাক মদিনাবাদি, হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পেলেন ব্যবসা ও উদ্যোক্তায় মো. শাহাদত হোসাইন। অনুষ্ঠানে প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, অধ্যাপক অজয় রায়, বাবুল শরিফ, মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দীকি, রাবেয়া আক্তার মলি, কথাকলি, পুস্পিতা শীল জ্যতি, তৃষা বিশ্বস, মিতু সেন, অনিকা, নন্দিতা, লাবিবা, মিমি প্রমুখ। এসময় খুলনা এলাকার কবি, সাহিত্যিক, শিল্পী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।