পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ অনুষ্ঠান-২৩ অনুষ্ঠানে মিলন মেলায় পরিনত হয়েছে। বুধবার সকালে উৎসব মুখর পরিবেশে পৌরসভার শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা’র সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা শিক্ষা অফিসে’র আয়োজনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বরেণ্য অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, রির্সোস সেন্টার ইনন্সেক্টটর ইমান উদ্দীন, জেষ্ঠ্য সহকারী শিক্ষা অফিসার মীর্জা মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান,ফারুক হোসেন,দেবাশীষ মন্ডল, ঝংকার কুমার ঢালী। সভার শুরুতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষকরা পরস্পরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ রায়,শেখ হাফিজুল ইসলাম, এস,কে আসাদুল্লাহ মিঠু,বাবুল আক্তার। অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষে উপজেলার শ্রেষ্ঠ কাপ শিক্ষক অমরেন্দ্র নাথ সরকার,সহকারী কাপ শিক্ষক রত্মেশ্বর সরকার,কপিলমুনি সরঃ প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জাহানারা খাতুন, ঝরেপড়া রোধে শ্রেষ্ঠ শিক্ষক কামরুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, এসএমসি’র শ্রেষ্ঠ সভাপতি তাপস সাধু ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কৃষ্ণা শীলকে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।