পাইকগাছা অফিস : শেখ হাসিনা সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে প্রচারণার অংশ হিসেবে শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম এড. শেখ নুরুল হকের জ্যেষ্ঠ পুত্র শেখ মনিরুল ইসলাম। মতবিনিময়কালে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশা করে তিনি বলেন, সাবেক এমপি আমার পিতা এড. শেখ নূরুল হকের সাথে বিগত ৯১ সাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পিতার সাথে সুখে-দুঃখে নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ডে ছিলাম। উপকূলবর্তী পাইকগাছা-কয়রার যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তাহা আমার পিতার সময়কার। এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অংশ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। তার সকল উন্নয়ন কর্মকাণ্ডে জ্যেষ্ঠ ছেলে হিসেবে আমিও জড়িত ছিলাম।
সে কারণে মানুষ আমাকে চেনে ও জানে। সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় দু’ভাইয়ের গণসংযোগের বিষয়ে পারিবারিক কোন বিরোধ নেই এমন কথাও বলেন তিনি। তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামীতেও পাইকগাছা-কয়রার মানুষের পাশে থেকে রাজনীতি করব। পাইকগাছা প্রোসক্লাব সভাপতি এড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় আরোও বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আফসার আলী, প্রেসক্লাব সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, সস্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন শেখ মনিরুল ইসলামের ছেলে শেখ আজাহারুল ইসলাম সম্রাট, ভাইপো শেখ আহনাফুল ইসলাম সম্পদ ও শেখ আশরাফুল ইসলাম সাম সহ অনেকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত