পাইকগাছা অফিস : পাইকগাছায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্যসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটকৃতদের রোববার দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ ইমরান হোসেন জানান, শনিবার রাত ১১ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের মটর সাইকেল গ্যারেজের পাশে গলির ভিতর মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আশাশুনি থানার দরগাহপুর গ্রামের মহিনুর রহমান শেখের ছেলে শেখ জীবন (৩৫), রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাসান আলী শেখের ছেলে বাদল শেখ (৪২) কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে জীবনের নিকট থেকে ৩০ গ্রাম ও বাদলের নিকট থেকে ২০ গ্রাম মাদক (গাঁজা) বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরদিকে, একই রাতে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়নের আকুব্বর শেখের ছেলে সাজাপ্রাপ্ত আসামি রুস্তুম শেখকে গ্রেফতার করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ওই ব্যক্তিদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ও মাদকের আসামি গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত