পাইকগাছা অফিস : পাইকগাছা পৌরসদরের বিভিন্ন সার এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের এক সার ডিলার ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারিরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ঘটনাস্থলে পৌঁছান। সরাসরি ক্রেতা-বিক্রেতার কথোপকথন শুনে বেশি দামে সার বিক্রির অভিযোগের বিষয়টি নিশ্চিত হন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা মোতাবেক পাইকগাছা পৌর সদরের মেসার্স বীরেন্দ্র নাথ ট্রেডার্স কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ-সহকারী কর্মকর্তা মোঃ এনামুল হক, পেশকার শারাফাত হোসেন, সুমন ঘোষ, আনসার আক্তার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করার জন্য সকল ব্যবসায়ী সতর্ক করেন। ব্যতয় ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।