
পাইকগাছা অফিস : সিটিসিআরপি প্রকল্প পরিচালক পাইকগাছা পৌরসভা কার্যালয় পরিদর্শন ও পৌরসভার ১৬০ কোটি টাকা প্রকল্পের প্রথম প্যাকেজের বিভিন্ন সাইট পরিদর্শন করেছেন। শনিবার সকালে সিটিসিআরপি প্রকল্প পরিচালক মো.মোখলেছুর রহমান পৌরসভার কার্যালয়ে পৌঁছালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রকল্প পরিচালক দিনব্যাপী পৌর কার্যালয়, প্রকল্পের প্রথম প্যাকেজের ১৪ কোটি ৩১ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময়ে প্রকল্প পরিচালকের সফর সঙ্গী উপ-সহকারী প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর আসমা আহমেদ, গফফার মোড়ল, রবিশঙ্কর মন্ডল, ইমরান সরদার, এস এম ইমদাদুল হক, রাফেজা খানম, পৌর প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী লিটু শেখ, পৌর কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, মৃনাল কান্তি সানা, জিএম রফিকুল ইসলাম, হেমেন্দ্রনাথ গাইন সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।