পাইকগাছা অফিস : পাইকগাছায় তর্কিত জমির ঝুপড়ি ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষদের নামে মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিতামপুর গ্রামের মৃত আলী বক্স মোড়লের পুত্র মো. মঞ্জুরুল মোড়ল পাইকগাছা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে বলেন, হিতামপুর ও গদাইপুর মৌজায় নিত্য রঞ্জন চৌধুরীর নিকট হতে আমার পিতা ও ভাই নজরুল ইসলাম মোড়ল ৪৪ শতক জমি কোবলা দলিলে খরিদ করেন। যার দলিল নং ৯৪১২/৮৪। বর্তমান সেটেলমেন্ট জরিপে রেকর্ড হয়েছে। কিন্তু বিক্রেতা নিত্য রঞ্জন চৌধুরীর ভাইপো বিশ্ব রঞ্জন চৌধুরী বাদ সাজে। কিছুদিন ধরে বিশ্ব রঞ্জুন ও তার স্ত্রী স্বরস্বতি এবং একই এলাকার মুক্তার শেখের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় আমাদের ক্রয়কৃত রেকর্ডীয় দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমাদের নামে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং-সিআর ৪১৪/২৩। মামলাটি তদন্তাধীন। এ মামলাটি ভিন্ন খাতে নিতে গত ১৮ নভেম্বর তর্কিত জমিতে পলিথিনে মোড়ানো ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করে। প্রাথমিক তদন্তে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আমাদের জড়িয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করে। এ ছাড়া বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তমুলক মিথ্যা তথ্য দিয়ে আমাদের হয়রানির চেষ্টা অব্যাহত রেখেছে। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরতে অনুরোধ করছি।