পাইকগাছা অফিস : পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি চাষিদের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ হিসেবে শ্যালো মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি থেকে উপজেলার গদাইপুর ও হরিদাসকাটি সিআইজি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিদের কাছে মোট ৪০টা সেচ পাম্প (শ্যালোমেশিন) তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: টিপু সুলতান, অসিত কুমার সরকার, রণধীর সরকার, সুমন সরকার, শেখ আব্দুল জলিল, পরিমল কান্তি শীলসহ দুই সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এটি বাস্তবায়ন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত