পাইকগাছা অফিস : পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “সমবায় গড়ছে দেশ, স্মার্ট বাংলাদেশ,” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, রাড়ুলী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস ও আব্দুস ছালাম কেরু, প্রাণকৃষ্ণ দাশ, অব. অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জাকারিয়া। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ সমবায়ী উপস্থিত ছিলেন।