পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় প্রবল বৃষ্টি ও বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে শিবসা ও কপোতাক্ষ নদীর তীব্র খর স্রোতে আলমতলা ও খুদখালী নদী ভাঙন আরো তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়দের আশংকা ভাঙন কবলিত স্থান যে কোন মুহূর্তে ওয়াপদার বাঁধ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে ব্যাপক ক্ষয়-ক্ষতি। এ পরিস্থিতিতে বুধবার দুপুরে ভাঙন কবলিত ও ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবো'র খুলনা নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম।
এ সময়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মুহাম্মদ আল-আমিন ও উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু হাওলাদার, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, প্রজেক্ট ম্যানেজার আরাফাত জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পাউবো’ব খুলনা নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানকে পোল্ডার রক্ষার্থে জরুরি ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে তিনি আরো বলেন, এ সময়ের মধ্যে কোন ক্ষয়-ক্ষতি ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়-দায়িত্ব নিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপজেলার ১০/১২নং পোল্ডারে শিবসা নদীর ভাঙনে গড়ইখালী ইউনিয়নের খুদখালীর ৮শ’ মিটার বেড়িবাঁধ ও লস্কর ইউনিয়নের আলমতলায় ৭শ’ মিটার বেড়িবাঁধ দীর্ঘদিনের ভাঙন কবলিত। এর মধ্যে খুদখালির ১শ’ মিটার এবং আলমতলার ২শ’ মিটার এ মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, বেড়িবাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছেন। এসকল অর্থ স্বচ্ছ কাজের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আর-রাদ কর্পোরেশনের প্রজেক্ট ইঞ্জি. আরাফাত জাহান বলেন, টেন্ডারের পরে ভাঙ্গন কবলিত দুই স্থানে পানির গভীরতা তিন গুন বৃদ্ধি পেয়েছে। পাউবো’র ডিজাইনের সাথে বাস্তবতার মিল নাই। আমরা চিঠি দিয়েছি। কাজেই পাউবো’র নতুন ডিজাইন হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত