
পাইকগাছা অফিস : পাইকগাছার পুরাইকাটীর আলোচিত ফাইভ স্টার (এনএসবি) ইটভাটা নিয়ে দু’পক্ষের মধ্যে আবারো চরম বিরোধ তৈরী হয়েছে। একদিকে, পূর্বের মালিকের পক্ষে ভাটার দখল চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দখলে থাকা মালিক পক্ষ ভাটার নিয়ন্ত্রণ বজায় রাখা নিয়ে শঙ্কায় রয়েছে। রবিবার পূর্বের মালিক পক্ষ দখল চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষ কে নির্দেশনা দেয়। এ ঘটনায় বর্তমান মালিক পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এনিয়ে সোমবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে শালিসি বৈঠক করা হয়। জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের কপোতাক্ষের তীরে পুরাইকাটী মৌজায় একটি ইটভাটা রয়েছে। আলোচিত ইটভাটাটি নিয়ে দীর্ঘদিন বিভিন্ন পক্ষের বিরোধ চলে আসছে। ইতোমধ্যে একাধিক দখল পাল্টা দখল, হামলা মামলার মত ঘটনা ঘটেছে। বর্তমানে ভাটাটি অ্যাড. এসএম মুজিবর রহমান গংদের নিয়ন্ত্রণে রয়েছে। মুজিবুর রহমান, মিরাজুল ইসলাম মিরাজ, হাবিবুর রহমান সানা ও গোলাম মোস্তফা গংরা ডিড মূলে ফাইভ স্টার নামে ২০২২ সাল থেকে যৌথভাবে পরিচালনা করে আসছে। এর কয়েক বছর আগে শাহিনুর রহমান মাষ্টার এনএসবি নামে ইটভাটাটি পরিচালনা করতো। ওই সময় শাহিনুর রহমান বিপুল পরিমাণ টাকা ঋণ গ্রস্ত হয়ে ভাটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে, এলাকার বহু মানুষের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় শাহীন মাস্টার। ইটভাটা হাতবদল হয়ে গেলে বিপাকে পড়েন পাওনাদাররা। পাওনাদারদের অনেকেই শাহীন মাস্টারের বিরুদ্ধে মামলা ও করেন। শাহীন মাষ্টার এলাকা থেকে চলে গেলে বর্তমান ইটভাটা মালিক পক্ষ অর্থাৎ মুজিবর গংদের সাথে এই পাওনা টাকা নিয়ে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পাশাপাশি একাধিক শালিসি বৈঠক করা হলেও শান্তিপূর্ণ কোন সমাধান না হওয়ায় বিরোধ থেকেই যায়। বর্তমান মালিক পক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে ভাটাটি পরিচালনা করতে যেমন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, তেমনি পাওনা টাকা আদায় করতে নানা ধরনের চেষ্টায় থাকে পাওনাদাররা। এমন পরিস্থিতির মধ্যে রবিবার পূর্বের মালিক শাহীন মাস্টারের এলাকার লোকজন ইটভাটাটি দখলে নেয়ার চেষ্টা করে। দখল চেষ্টার আশঙ্কায় আসাদুল সরদার বাদী হয়ে সাবেক মালিক শাহিনুর রহমান সহ প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় জিডি করে। যার নং ২২২। এনিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষ কে নির্দেশনা দেয়। বিষয় টি নিয়ে সোমবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে শালিসি বৈঠক করা হয়। বিভিন্ন আলোচনান্তে অমীমাংসিত ভাবে প্রথম দিনের বৈঠক শেষ করা হয়। আগামী বুধবার পাইকগাছা প্রেসক্লাবে বৈঠকের পরবর্তী দিন নির্ধারণ করা হয়। বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাড.মোর্তজা জামান আলমগীর রুলু সহ দুপক্ষের লোকজন উপস্থিত ছিলেন বলে জানা যায়। এব্যাপারে আব্দুস সাত্তার ও জাফর বলেন আমরা বহু মানুষ শাহিনুর রহমানের নিকট বিপুল পরিমাণ টাকা পাইবো। আমরা আইনগত ও শালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি। এখনো ইটভাটাটি পূর্বের এনএসবি লাইসেন্স দিয়ে পরিচালনা করা হচ্ছে। এজন্য আমরা শাহিনুর রহমানের পক্ষে ইটভাটার নিয়ন্ত্রণ রাখতে চায়। তবে আলোচনার মাধ্যমে সমাধান করা হলে আমাদের কোন আপত্তি নাই বলে তারা জানান। এ বিষয়ে বর্তমান ভাটা মালিক অ্যাড. মুজিবর রহমান ও মিরাজুল ইসলাম মিরাজ জানান, আমরা ডিড মুলে ন্যার্য্য হারির টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে ভাটা পরিচালনা করছি। এ মৌসুমে ভাটায় এখনো কয়েক কোটি টাকার ইট সহ মালামাল রয়েছে । কোন কিছু না জানিয়ে শাহিনুর রহমান গংরা রবিবার লোকজন নিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক ইটভাটা দখলে নেয়ার চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন।