
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তালা উপজেলার কপোতাক্ষ নদে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ পাইকগাছার আগড়ঘাটা এলাকায় উদ্ধার করা হয়েছে। রোববার সকালে এলাকাবাসী মরদেহটি নদীর চরে নৌকার কাছির সঙ্গে আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত রবিউল ইসলাম পাইকগাছার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
ঘটনার আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় নৌকাযোগে নদ পারাপারের সময় রবিউল হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে—তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে বুধবার দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “প্রথম দিন রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার পুনরায় নদে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয়। অবশেষে রোববার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।”
পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

