পাইকগাছা অফিস
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওয়াতায় পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ১নং এবং ৪নং ওয়ার্ডে ২৪৫ জন উপকারভোগী নারী প্রশিক্ষণার্থীদের
মাঝে চেক/নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে দেলুটি মাধ্যমিক বিদ্যালয়ে এসকল উপকারভোগীদের মাঝে জনপ্রতি সাড়ে ৪ হাজার টাকার চেক প্রধান অতিথি হিসাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। ইউপি সদস্য এবং ৪ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুকুমার কবিরাজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডল, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সংস্থাটির সহকারি পরিচালক জাহিদ হোসেন তালুকদার, শাহিনুর রহমান, রেবেকা সুলতানা, টেকনিকাল মামুনুর রশীদ, প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন রানা, প্রধান শিক্ষক সুব্রত কুমার সানা, এস আই তরিকুল ইসলাম, ইউপি সদস্য কিংশুক রায়, রিংকু রায়, বিনতা রানী সরকার, লক্ষ্মী রানী সরকার, ইউপি সদস্য ও সিপিপি’র আবদুল্লাহ আল মামুন, সৈকত ঢালী, প্রসেনজিত মন্ডল মিঠু, উজ্জ্বল সরকার, পুষ্পেন সরদার, দীপক মন্ডল, রিপন মন্ডল, হিমাদ্রী রায় প্রমূখ।