
পাইকগাছা অফিস
পবিত্র ঈদ উল আযাহ উপলক্ষে দেলুটি ও লতা ও গগদাইপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পরিবার প্রতি ১০ কেজি হারে সর্বমোট ১৪শ ৪৫ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল। উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় মন্ডল, ইউ পি সদস্য যথাক্রমে সুকুমার কবিরাজ, রাম চন্দ্র টিকাদার, কিংশুক রায়, রবীন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস, পলাশ রায়, বদিয়ার হোসেন, রিংকু রায়, পবিত্র সরদার, বিনতা সরদার, মেরী রানী সরদার, লক্ষী রানী সরকার, সচিব বিজয় কুমার পাল প্রমূখ।
অপরদিকে, একই দিন সকালে লতা ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল ১ হাজার ৮টি পরিবারের মাঝে বিতরণ করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
উপজেলা ট্যাগ অফিসার জয়ন্ত ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সহ সভাপতি প্রকাশ সরকার,
সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, কুমারেশ মন্ডল, বাবলু সরদার, স্বপন মন্ডল, পুলকেশ রায়, বিজন হালদার, আজিজুল বিশ্বাস, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, বিনতা বিশ্বাস, রীনা পারভিন, চম্পা বেগম, সচিব জাভেদ ইকবাল সহ সকল উপকারভোগী উপস্থিত ছিলেন। অন্যদিকে, গদাইপুর ইউনিয়ন পরিষদে একই সময়ে ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ট্যাগ অফিসার ও একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী সহ সকল ইউপি সদস্যের উপস্থিতে ভিজিএফ চাউল বিতরণ হয়।