পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ও ৩নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ইটের (ফ্লাট সোলিং) রাস্তা উঁচুকরণ ও মাটির মেরামত কার্যক্রম উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে পারমধুখালী খেয়া ঘাট হইতে বীরেন বাবুর সমাধীস্থল পর্যন্ত মোট ৭৫০ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট প্রস্থ্য ও গড়ে ১ ফুট উচ্চতার রাস্তার কাজের উদ্বোধন করেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য চম্পক বিশ্বাস, লক্ষ্মী রানী সরকার, জহিরুল ইসলাম, মো: শাহাদাৎ হোসেন রানা, অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, শাওন মালাকার, প্রতিমা ঢালী, বিভূতী সরকার, কালীপদ সরকার, ইন্দ্রজিৎ বৈরাগী, সমির কুমার মন্ডল, নিরঞ্জন সরকার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,সিপিপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান বলেন, এই রাস্তাটি ইউনিয়ন পরিষদে যাতায়াতসহ খুলনা জেলা ও বটিয়াঘাটা উপজেলায় যোগাযোগের জন্য এই ইউনিয়ন এর ২ ও ৩নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী লতা ইউনিয়নের জনগণ ব্যবহার করেন। দীর্ঘদিন পর এই রাস্তার উন্নয়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুসহ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও স্থানীয় পর্যায়ে সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।