পাইকগাছা অফিস : পাইকগাছার ২৭নং মেলেক পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক, অভিভাবক ও সুধীজনের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টায় বিদ্যালয়টি পরিদর্শন শেষে অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি শেখ শহীদ হোসেন বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মোঃ ঈমান উদ্দীন, মোঃ আসাদুজ্জামান, শেখ ফারুক হোসেন, প্রধান শিক্ষক মোসাঃ রাশিদা খানম, সহকারী শিক্ষক এসএম ইদ্রীস আলী, তরুণ সাধু, মনিরা পারভীন, রেবা রানী বিশ্বাস, প্রধান শিক্ষক ডি এম শফিকুল ইসলাম ও ইউপি সদস্য কিংশুক রায় বক্তৃতা করেন। পরিদর্শকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বিদ্যালয়ের সকল কক্ষ ও বারান্দা, বঙ্গবন্ধু কর্ণার ও কাজী নজরুল ইসলাম কক্ষের আকর্ষণীয় বিউটিফিকেশনে আমি মুগ্ধ। নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে। সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই স্কুলে এসে আমার মনে হয়েছে স্কুল উন্নয়নে এখানে এমন কিছু উদ্ভাবনী কৌশল প্রয়োগ করা হয়েছে, যা অন্য স্কুলের শিক্ষকদের অনুপ্রাণিত করতে পারে। স্কুলের উন্নয়নে শিক্ষকদের উদ্ভাবনী কৌশল আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় অন্যান্য শিক্ষকেরা এখান থেকে অনেক নতুন ধারণা নিয়ে যেতে পারবেন। আজ পাড়াগাঁয়ের মধ্যে এত সুন্দর একটি বিদ্যালয় হতে পারে যাহা অন্যান্য বিদ্যালয়ের মডেল। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এই স্টেশনে এসে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা স্কুল কে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়াঙ্গনে শহীদ মিনার ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।