পাইকগাছা প্রতিনিধি : ছাত্র-জনতা ও এলাকার সাধারণ জনগণের তোপের মুখে পড়ে পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের ছয় বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ পদত্যাগ পত্র জমা দিয়েছেন। রবিবার সকালে, জেলা প্রশাসক খুলনা,পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাড়ুলী ক্যাম্প ইনচার্জ বরাবর এ আবেদন পত্র জমা দেন। গত শনিবার সকালে বাঁকা বাজারে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতা ও এলাকার সাধারণ জনগণ মানববন্ধন করায় উপায়ান্তু না পেয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগপত্র পেয়েছি।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনপত্রটি পাঠাবো।