
পাইকগাছা অফিস : পাইকগাছার রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানমালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম ইমদাদুল হক, অব. প্রধান শিক্ষক রাশিদা খানম রাণী,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, গাজী শহিদুল ইসলাম খোকন। পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ এর সঞ্চালনা করেন। এসময় পৌরসভা জামায়াতের যুগ্ম সম্পাদক ও বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, নিসচা’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অ্যাড. রাশনা শারমিন আঁখি, রকি বিশ্বাস, শিক্ষক শাহানাজ পারভীন, অসীম রায়, লাইলী খানম, মনোতোষ কুমার বৈদ্য, রেশমা খানম, শিখা রাণী মন্ডল, হর মোহন মন্ডল ও নাজমীন রুমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীর মাঝে অতিথি বৃন্দ পুরষ্কার বিতরণ করেন।