
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রাড়ুলী’র ৩২ নং শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বড়দল কলেজের প্রভাষক জি, এম মুস্তাফিজুর রহমান মিন্টু। সে শ্রীকন্ঠপুরের জি, এম আবুল হাসান ( হাসেম) এর ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় কক্ষে অনুষ্ঠেয় নির্বাচনে কমিটির ১১ সদস্য গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৬ ভোট পেয়ে প্রভাষক মুস্তাফিজুর রহমান ( কলস) প্রতিকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ, সুজাউদ্দীন ( টিউবওয়েল) প্রতিকে ৫ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন দেবাশীষ মন্ডল। নির্বাচনকালে আরোও উপস্থিত ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউনিয়ন কমিউনিটি পুলিশং ফোরাম এর সভাপতি আরশাদ আলী বিশ্বাস, এসআই রেজাউল করিম, রাড়ুলী পুলিশ ক্যাম্পের আইসি এসআই ইমরান হোসেন সহ অনেকে। ম্যনেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কমিটির সদস্য সচিব বিদ্যালয় প্রধান শিক্ষক জয়া রানী দাশ, স্থানীয় ইউপি সদস্য রমজান আলী সরদার, অভিভাবক সদস্য মোঃ সুজাউদ্দীন, মরিয়ম বেগম, মোছা, জুহায়ারা, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ, রিজাউল করিম, বিদ্যুৎসাহী সদস্য হারিছ হোসাইন, মঞ্জুয়ারা খাতুন, জমিদাতা রেজাউল সরদার ও বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মোঃ আছাবুর রহমান।