পাইকগাছা অফিস : পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীর একটি মামলায় আপোষের শর্তে জামিন নিয়ে আপোষ না করে এবং আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগি আক্তার গোলদার এবং অজ্ঞাত নামা গুন্ডা, পান্ডা লোকজন মামলার বাদী মুজিবর রহমানের পৌরসভাধীন সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সেখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মাণ করে, তা-ছাড়া বাদীর নির্মাণাধীন স্থাপনার ক্ষতিসাধন করা, বাদীর মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে বাদীকে খুন জখমের ভয়ভীতি দেখান। ঐ ঘটনায় বাদী পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩, আদালত মামলাটি তদন্তে প্রেরণ করেন। তদন্ত শেষে সিআইডি খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের সমন দেন। সমন পেয়ে মেয়র ও তার সহযোগি বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে ২৪ ডিসেম্বর ২০২৪ জামিন নেন। জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে আপোষ করেনি ও মামলার ধার্য্য তারিখ গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হননি। সে কারণ আদালত মেয়রের জামিন বাতিল পূর্বক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাড. এফএমএ রাজ্জাক।