পাইকগাছা অফিস
পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসার প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধ ও ভ্রাম্য আদালতে ছলের পিতাকে জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াছিটিবুনিয়া গ্রামে। জানা যায়, চাঁদখালীর কাটাবুনিয়া গ্রামের বাবুরাম গাইন বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন তার অমতে পার্শ্ববর্তী কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদার তার ছেলে বিকাশ সরদার এর সাথে অপ্রাপ্ত বয়স্ক ৯ম শ্রেণির স্কুল পড়–য়া কন্যাকে বিবাহ দিচ্ছেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদার, ছেলে বিকাশ সরদার এবং অপ্রাপ্তবয়স্ক কন্যাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদ- প্রদান করেন এবং ছেলে ও মেয়ের বয়স যথেষ্ট কম থাকায় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে উভয়পক্ষ থেকে তিনি অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন এবং মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার দিপংকর প্রসাদ মল্লিক আনসার ও ভিডিপি ইউনিয়ন লিডার মো: ফয়সাল হোসেন, রাজিয়া সুলতানা ও সদস্য আব্দুস ছামাদ গাজী। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, বাল্য বিবাহ বন্ধে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত