
পাইকগাছা অফিস
শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাকেন্দ্রে কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, আরএমও ডা. সাফিকুল ইসলাম সিকদার, জুনিয়র কনসালটান্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. প্রশান্ত কুমার মন্ডল, ডা. মো: তাজুল ইসলাম, ডা. রেজাউল ইসলাম, ডা. দোলা সাঁধু, ডা. মাহবুবা সিদ্দিকা, ডা. তাহেরা ইয়াসমিন পিংকি, ডা. জিএম ফরহাদুজ্জামান, ডা. মাহবুব উল আলম, ডা. মো: ইব্রাহীম গাজী, ডা. মালিহা মাহজাবিন প্রমি, ডা. রাকেশ মন্ডল, এইচআই মীর আ: সেলিম, এমটিইপিআই সাহানারা পারভীন, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ১৫ জুন থেকে ১৯ জুন ছুটির দিন ব্যতীত ৪দিনব্যাপী ইপিআই কেন্দ্রসমূহে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালিত হচ্ছে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৪, ৪৫২ জন। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ২৫৯৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল এবং ১২মাস থেকে ৪৯ মাস বয়সী মোট ২১৮৫৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। মোট কেন্দ্র সংখ্যা ২৪১টি। মোট স্বেচ্ছাসেবিকার সংখ্যা ৪৮২ জন।