পাইকগাছা অফিস
পাইকগাছায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত ৩ দিন ধরে পাইকগাছার জিরোপয়েন্ট, উপজেলা পরিষদের সমানের, পৌরবাজার সড়ক গুলোতে পৃথক পৃথক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহরিয়ার হক। এসময়ে বেপরোয়া মোট সাইকেল চালানো, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় সড়ক আইন বাস্তবায়নে মোট ১৭টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, বেশিরভাগ ক্ষেত্রেই মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। বেপরোয়া গাড়ী চালান, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা, ৩ জন আরোহী নিয়ে চড়ার কারণে মোটর সাইকেল চালকদের মামলা ও জরিমানা করা হয়। এদিকে শুক্রবার সারাদিনব্যাপী ওসি মোঃ জিয়াউর রহমানের নির্দেশে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত