
পাইকগাছা অফিস : কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা আহ্বায়ক আমীর এজাজ খানসহ ১৩ জনকে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দ ও ক্ষোভ প্রকাশ করেছেন পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হেলাল, এজাজসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন উপজেলা সভাপতি ডা. মো: আব্দুল মজিদ, শাহাদাৎ হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, ইমামুল ইসলাম, আনারুল ইসলাম, আমিনুল ইসলাম বাহার, প্রভাষক ইকবাল হোসেন, নাজির আহমেদ, আসাদুজ্জামান খোকান, মেছের আলী সানা, সরদার ফারুক আহমেদ, স্বরজিত ঘোষ দেবেন, মাস্টার মুজিবুর রহমান, গোলাম রব্বানী, তোফাজ্জেল হোসেন, সন্তোষ সরদার, বাবর আলী গোলদার, আবু মুছা, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, বিএম আকিজ, রায়হান পারভেজ টিপু, আবু সুফিয়ন, রাসেল, এমএম সামাদ, মো: শহীদ, জাহিদুল, মো: জনি, হাসান, ইব্রাহিম শেখ, মিজানুর রহমান কেনা, নূর আলি, মামুন বিশ্বাস, আবুল কাশেম, সায়েদ আলী বাবলা, তপন মন্ডল, মনিরুজ্জামান মনি, শাহিন মোড়ল, এসএম ওবাইদুল্লাহ, আরিফুল ইসলাম, শহিদুর রহমান, আমিনুল ইসলাম, এনামুলসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
অনুরূপভাবে পৌর বিএনপির পক্ষ থেকে বিবৃতি দাতারা হলেন নবগঠিত আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, আতাউর রহমান, এড. সাইফুদ্দীন সুমন, মো: মোহর আলী সরদার, আজাহারুল ইসলাম, করিম গাজী, মো: মহিউদ্দিন (আর্ট), মোহাম্মদ গাজী, রফিকুল ইসলাম গাজী, মো: তোরাব ফকির, এমদাদুল হক, মারুফুল ইসলাম, আ: কুদ্দুস, মোমিন সরদার, শৈয়াবুর আক্তার, ইসমাইল হোসেন গাজী, সেলিম মোড়ল, ইয়াউর রহমান প্রমুখ।