পাইকগাছা অফিস
পাইকগাছা- কয়রা উপজেলার সাবেক কৃতি ফুটবল খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল খেলা পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে পাইকগাছা ও কয়রা উপজেলা সাবেক ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উপচে পড়া দর্শকদের মুহূমুহূ করতালি আর
চরম নাটকীয় উত্তেজনা কর খেলায় দুই পর্বের নির্ধারিত সময়ে কোন দলই গোল পোস্টের জালে বল জড়াতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কয়রা উপজেলা ৪-১ গোলে পাইকগাছা উপজেলা সাবেক ফুটবল একাদশ কে পরাজিত করে। বিজয়ী হয় কয়রা উপজেলা সাবেক ফুটবল একাদশ। নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্ব খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু সহ অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক অজিত সরকার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কয়রা’র বাহারুল ইসলাম, আঃ সামাদ গাজী ও শাহানাজ শিকারী, কাউন্সিলর তৈয়বুর রহমান ও গফ্ফার মোড়ল, সাবেক কৃর্তিমান ফুটবলার আজিবর রহমান, রঞ্জন সরকার, আমিরুল গাজী, ইউপি চেয়ারম্যান আঃ সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম ও জিয়াউর রহমান জুয়েল, ইদ্রীস সানা, তুষার মন্ডল, কেষ্ট মন্ডল প্রমূখ খেলা করেন। খেলাটি পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ সানা, ইকরামুল ইসলাম ও এ্যাড. মঞ্জুরুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন পাইকগাছা পৌরসভা ও থানা প্রশাসন।