
পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বিসিবির পরিচালক শেখ সোহেলের জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তীর সভাপতিত্বে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুক্ত অধিকারী, রিপন রায়, সংগ্রাম আচার্য্য, সোহানুর রহমান পাপ্পু, লিটন মন্ডল, ওলিউর রহমান সেলিম, মেহেদী হাসান নান্টু, মো. শাহীন আলম, মো. তাহিদুর রহমান সাজু, সৌমেন মন্ডল, প্রত্যয় মন্ডল, টুটুল দেবনাথ ও রায়হান আহমেদ রনিসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

