পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা ঢাকা রুটে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন কতৃপক্ষ। প্রতিবন্ধকতা নিরসনে বৃহস্পতিবার বিকেলে পরিবহন স্ট্যান্ড কমিটি স্থানীয় সুধীজনদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করে পরিবহন স্ট্যান্ড কমিটি। স্ট্যান্ড কমিটির সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মো. আব্দুল মজিদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক পৌর আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, জামায়াতে ইসলামীর পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদের রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, মিরাজুল ইসলাম মিরাজ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, ব্যবসায়ী জালাল উদ্দীন, মাওলানা আশরাফুল আলম, আব্দুল কাদির, আব্দুল হান্নান ওমর, শামসুদ্দিন, শহিদুর রহমান, মোশাররফ হোসেন, আল শাহরিয়ার, রাব্বু ইসলাম দিপু, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, আসাদুল ইসলাম, শাহরিয়ার কবির, জামায়াত নেতা মুজাহিদুল ইসলাম, পরিবহন স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক আবু সাদ দুখ, শাহজাহান কবির, মিল্টন ও আজিজুর রহমান লাভলু।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম। অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনায় পরিবহনের নেতৃবৃন্দ বলেন খুলনা বাস মালিক ও শ্রমিকদের নানা প্রতিবন্ধকতার কারণে পাইকগাছা ঢাকা রুটে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ রুটে পরিবহন ঢুকতে গেলে বাস মালিক ও শ্রমিকদের মোটা অংকের টাকা গুনতে হয়, পদ্মা সেতু উম্মুক্ত হলেও খুলনা হয়ে পরিবহন যেতে দেওয়া হয় না, সকাল সন্ধ্যা ছাড়া দিনের বেলায় চলতে পারে না, ৫ আগস্টের পূর্বে পরিবহন প্রতি টাকা দিতে হতো, বৈষম্য বিরোধী ছাত্ররা কয়রা থেকে বিআরটিসি বাস চালু করলে, তারা এর বিপরীতে কয়রা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস চালু করে অথচ আমাদের কয়রা থেকে চলতে দেয়না, এছাড়া তারা জিরোপয়েন্ট এলাকার সড়কে বাস রেখে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করছে। তাদের কথা অনুযায়ী না চললে আঠারো মাইল থেকে পরিবহন চলাচল বন্ধ করে দিবে মর্মে আমাদের বারবার নোটিশ দিচ্ছে। বর্তমানে আমরা পরিবহন চলাচল নিয়ে মহা বিপাকে রয়েছি। এর সুষ্ঠু সমাধান না হলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। তখন এলাকার মানুষের চরম ভোগান্তির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় সকলের সহযোগিতায় এর একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন বলে জানান। এ সমস্যা নিরসনে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন ঐক্যমতে পৌঁছান এবং বাস মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সকল পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সৃষ্ট সমস্যার দ্রুত সমাধান হোক এমনটাই প্রত্যাশা করেছেন সাধারণ এলাকাবাসী।
পাইকগাছা পরিবহন স্ট্যান্ড কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল

Leave a comment