পাইকগাছা অফিস : পাইকগাছায় উপকূলীয় শহর পৌরসভার জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের মধ্যমনি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময়ে উপস্থিত সকলের ধারনা ও মতামত নেওয়া হয়। পৌরসভার জনগণের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক অবস্থার যাচাই এবং ওয়ার্ড সমূহের অভিযোগ সেল বাস্তবায়ন, ড্রেনের গতিপথ, খালের উপর অবৈধ ঘরবাড়ি নির্মাণ এবং জলাবদ্ধতার সৃষ্টির ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে মতামত গ্রহণ করা হয়। উক্ত সভার আলোচনা মোতাবেক এলাকাবাসী পানি নিষ্কাশনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া পৌরসভায় “অভিযোগ সেল” বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সোশ্যাল সেভগার্ড বিষয়ক পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন, অমর কৃষ্ণ বৈদ্য। অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও এসএম তৈয়েবুর রহমান, ভার্চুয়ালে পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর রবিশঙ্কর মন্ডল, আ. গফ্ফর মোড়ল, পৌরসভার এসএই (সিটিসিআরপি) মো. রোকনুজ্জামান রোকন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, অ্যাড. শফিকুল ইসলাম কচি, ব্যবসায়ী কাজী আজিজুল করিম, এটিএম মনিরুজ্জামান মনি, ঈমান উদ্দীন, সাংবাদিক আব্দুল আজিজ ও পূর্ণ চন্দ্র মন্ডল, মো. নিজাম উদ্দিন, এস রোহতাব উদ্দীন সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় এডিবি থেকে অত্র পৌরসভায় ১ শত ২০ কোটি টাকা বরাদ্দ হয়। অত্র বরাদ্দ থেকে প্রথম প্যাকেজে প্রায় ১৩ কোটি টাকার ৮টি আরসিসি, ইউনিব্লক ও বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। চলমান এসব উন্নয়ন প্রকল্পে সাধারণ মানুষের কতটা প্রয়োজনীয়তা এবং নির্মাণ কাজে কোন প্রতিবন্ধকতা আছে কি না এসকল তথ্য যাচাইয়ের লক্ষ্যে প্রতিটি উন্নয়ন প্রকল্প এলাকায় ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং করে জনমতামত নেয়া হয়।
পাইকগাছা পৌরসভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Leave a comment