পাইকগাছা অফিস : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাইকগাছা পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌরসভার সকল পূজা মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার কার্যালয়ে প্রশাসকের পক্ষ থেকে ৬টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এসকল অনুদানের চেক বিতরণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার। এ সময় পৌর নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, পৌর কর্মকর্তাদের মধ্যে উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, মৃণাল কান্তি সানা, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, বাতিখালী হরিতলা মন্দিরের সভাপতি গৌতম কুমার মন্ডল, বাজার পূজা মন্দিরের সভাপতি উত্তম কুমার সাধু, শিববাটি সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, দাশপাড়া ও গোপালপুর পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাশ, শিববাটি পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত