
জন্মভূমি রিপোর্ট : খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে বিএনএম প্রার্থী ব্যারস্টার এসএম নেওয়াজ মোরশেদ গতকাল দিনভর তার ‘নোঙ্গর’ প্রতীক নিয়ে পাইকগাছা পৌর এলাকায় গণসংযোগ করেন। তারুণ্যের প্রতীক নেওয়াজ তার সদালাপ দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এসময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছিলেন। এ আসনে প্রতীক পাওয়ার পর পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’ প্রতীক নিয়ে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। তরুণ এ প্রার্থী হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। এলাকার ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদের সাথে তার নিবিড় একটি সম্পর্ক রয়েছে। সাধারণ ভোটার ও তরুনদের মধ্যে তাকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে। ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রায় অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। তিনি বলেন, আশা করছি প্রশাসন ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার ভোটের নিরাপত্তার ব্যবস্থা করবেন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন তিনি আশা করেন।