
পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা সরকারি নীতিমালা অনুযায়ী সম্পন্ন হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট ওলামায়েকেরামদের সহযোগিতা নিয়ে এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা নিয়োগ কমিটি। এদিকে, গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা প্রভাবমুক্ত স্বচ্ছভাবে সম্পন্ন করায় নিয়োগ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এসময়ে উপস্থিত ছিলেন নিয়োগ পরীক্ষা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, মো. শাফিন শোয়েব, মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা মো. অজিয়ার রহমান, মো. আজহার আলী এবং বিল্লাল হোসাইন, এ এস এম নাজমুল সউদ, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি আকবর হোসাইন, মাওলানা মো. কামরুল ইসলাম, হাফেজ মাও. জালাল উদ্দিন, মো. শহীদুল ইসলাম ও শামসুদ্দীন আহমাদ।
স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিকভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। পেশ ইমাম পদে প্রথম স্থান অধিকার করেছেন উপজেলার হরিঢালী ইউনিয়নের উলুডাংগা গ্রামের মো. মোকছেদ আলী মোড়লের ছেলে মো. আশরাফুল ইসলাম, মুয়াজ্জিন পদে দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের মো. জাহান আলী সানার ছেলে ওমর ফারুক, খাদেম পদে শ্রীকন্ঠপুর গ্রামের মো. আনসার আলী সানার ছেলে মো. সাইফুল ইসলাম ও মো. খতিব মোড়লের ছেলে মো. নাজমুল হাসান।