পাইকগাছা অফিস : পাইকগাছা পৌরসদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার একমাত্র মাঠ দীর্ঘদিন খেলার অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন টুর্নামেন্টে খেলা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। মাঠের একাধিক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠটি খেলার উপযোগী করতে এমপি কে অবহিত করেন। ২০২২-২৩ অর্থবছরে কাবিটা কর্মসূচি প্রকল্পর আওতায় খুলনা ৬ এর স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু মাঠ সংস্কারের জন্য ২ লাখ টাকার বরাদ্দ প্রদান করেন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর নিকট এ বরাদ্দের পত্র তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিল গফফার মোড়ল, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, রায়হান পারভেজ রনি সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত