ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়াকে পাকিস্তান ক্রিকেটের ‘নৈতিক জয়’ হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা। যদিও তার অভিযোগ, পাইক্রফটকে বারবার ভারত নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছে।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের আগে ও পরে করমর্দন না করার ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান। অভিযোগ ছিল, হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন পাইক্রফট নিজেই। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে প্রত্যাহার করার দাবি জানায়। পরবর্তী সময়ে জরুরি বৈঠক ডাকে পিসিবি।
এসব নিয়ে রমিজ বলেন, এটা আমাদের জন্য একটি জয়। পরিস্থিতি খুবই সঙ্কটপূর্ণ ছিল। আবেগের জোয়ার বয়ে যাচ্ছিল। আমি খুশি যে, আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। টুর্নামেন্ট বর্জন করলে দেশের ক্রিকেটের বড় ক্ষতি হতো। এই হতাশা-ক্ষোভ যেন মাঠে ইতিবাচক প্রভাব ফেলে।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জয়টি ভারতের সেনাবাহিনী ও পেহেলগাম হামলার শিকার পরিবারদের উৎসর্গ করেন। বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন রমিজ। পাইক্রফট ভারতীয় দলের খুব প্রিয়, এমনটাও মনে করছেন রমিজ।
তিনি বলেন, আমার সবচেয়ে বড় আপত্তির জায়গা, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে যা বলা হয়েছে। ক্রিকেট যদি রাজনৈতিক আঙিনায় পরিণত হয়, তাহলে কিছুই অর্জন করা যাবে না।
ম্যাচ রেফারি পাইক্রফটকে নিয়েও ক্ষোভ ঝাড়তে গিয়ে রমিজ বলেন, অ্যান্ডি পাইক্রফট ভারতীয় দলের খুব প্রিয়। ভারতের ৯০টি ম্যাচে দায়িত্ব পালন করেছে সে। এটা নির্লজ্জ, একতরফা এবং এটা হওয়া উচিত নয়। এটা তো একটা নিরপেক্ষ জায়গা হওয়া উচিত।
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সংখ্যায় পাইক্রফট সবচেয়ে বেশি ছিলেন সাউথ আফ্রিকার (১৩৫টি) ম্যাচে। এরপর শ্রীলঙ্কা (১৩২), ভারত (১২৪), পাকিস্তান (১০২), ইংল্যান্ড (১০৭), বাংলাদেশ (৮৩) ও অস্ট্রেলিয়ার (৮০) ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত