ক্রীড়া প্রতিবেদক : চোটের কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে পুরোপুরিই ছিটকে গেলেন পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র নাসিম শাহ। তার বদলে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েছেন অভিজ্ঞ হাসান আলি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ শুক্রবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বে এই দলে চমক লেগস্পিনার উসামা মীরের নাম আর ফাহিম আশরাফের বাদ পড়া।
কদিন আগর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় কাঁধে চোট পান নাসিম শাহ। এই ইনজুরির কারণে, তিনি ভারতের বিরুদ্ধে তার পুরো কোটার ওভার বল করতে পারেননি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচেও খেলতে পারেননি।
ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেই ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিস রউফও। শঙ্কা ছিল তাঁর খেলা নিয়েও। তবে সব শঙ্কা দূর করে তিনিও আছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে।
তবে এশিয়া কাপে পাকিস্তান দলে থাকা ফাহিম আশরাফের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তাঁর বদলে নেয়া হয়েছে লেগ স্পিনার উসামা মীর। ফলে বিশ্বকাপে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ এবং উসামাকে নিয়ে শক্তিশালী একটি স্পিন আক্রমণই গড়তে পারবে বাবর আজমের দল। আর পেস আক্রমণে শাহিন আফ্রিদি এবং হারিস, হাসানদের সঙ্গী হবেন মহাম্মদ ওয়াসিম জুনিয়র।
এছাড়া বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা, সৌদ শাকিল,। ১৫ জনের বাইরে তিনজন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়েছে পাকিস্তান। তারা হলেন মোহাম্মদ হারিস, আবরার আহমাদ এবং জামান খান।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আঘা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।
রিজার্ভ ক্রিকেটার
মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত