জন্মভূমি ডেস্ক : বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পাকিস্তানের বৈষম্যের সাথে ২৪ ‘য়ের বৈষম্য তুলনা করলে আমাদের আত্মহত্যা করা উচিত। গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ৭০‘য়ের নির্বাচনের ফলাফল পাকিস্তানিরা মানে নি। যার বিরুদ্ধে বাঙ্গালি রুখে দাড়িয়েছিলো। যুদ্ধ করে স্বাধীন করেছে। মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪ ‘য়ের আন্দোলন তুলনা করা চলে না। একটি জাতি বা দেশ একবারই স্বাধীন হয়। একাত্তরের স্বাধীনতা আলাদা রাখা উচিত।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, বাংলাদেশ ভালো নেই। যে আশা নিয়ে দেশ স্বাধীন করা হয়েছে , তা অর্জন করতে পারেনি।
‘পাকিস্তানের বৈষম্যের সাথে ২৪‘য়ের বৈষম্য এক করলে আত্মহত্যা করা উচিত’

Leave a comment