জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে বলা হয়, বুধবার দুপুরে বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার খানোজাই এলাকায় আসফাদিয়ার কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে আত্মঘাতী হামলা হয়। সে সময় প্রার্থীর কর্মী ও সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।
জিও নিউজকে কাকার জানান, তার অফিসের সামনে এক মোটরসাইকেল থেকে এ আত্মঘাতী হামলা করা হয়েছে।
দেশটির অন্য একটি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বেলুচিস্তানের অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র ও উপজাতি প্রতিমন্ত্রী মীর জুবায়ের খান জানিয়েছেন, হামলাটি ছিল আত্মঘাতী।
তিনি বলেন, দেশের শত্রুরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ হামলা করেছে। তবে এ ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।
আগামীকাল বুধবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম পার্লামেন্ট ইলেকশনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা।
হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত