
ক্রীড়া প্রতিবেদক : সীমিত ওভারের ক্রিকেটে পিএসল সফল হবার পর এই বছরেই টি-টেন লিগ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটায় জানায় ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে।
উদ্বোধনী টি-টেন ক্রিকেট লিগ ২০১৭ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এর জনপ্রিয়তা বাড়লে, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা উভয় ক্রিকেট বোর্ড এই ফর্ম্যাটের জন্য তাদের উৎসাহ প্রকাশ করে। সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট একটি টি-টেন ইভেন্টের আয়োজন করেছে এবং পাকিস্তানও এই লিগ আয়োজন করতে আগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনা কমিটির প্রধান জাকা আশরাফও এ বিষয়ে ঘোষণা দিয়েছেন।
এ ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে, বোর্ডের একজন প্রতিনিধি হাইলাইট করেছেন যে টি-টেন লিগগুলি আগামী বছরগুলিতে আরও জনপ্রিয়তা অর্জন করতে পারে। এছড়া সময়ের সঙ্গে তাল মেলাতে পিছিয়ে থাকতে চায় না পাকিস্তানও। যার জন্য চলতি বছরই উদ্বোধনী টি-টেন লিগের আয়োজন করার ঘোষণা দিয়েছে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এছাড়া জাকা আশরাফও এর দ্রুত সংগঠনের জন্য তার আগ্রহ প্রকাশ করেছেন।
সবকিছু যদি উদ্দেশ্য অনুসারে হয় তবে পিসিবি এই বছর উদ্বোধনী সংস্করণটি আয়োজন করতে চাইছে, এমনটায় জানায় প্রতিবেদনটিতে। তবে বাবর-রিজওয়ানদের ব্যস্ত সময়সূচী বাধা হয়ে দাড়াতে পারে। কেননা চলতি মাসেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের লড়াই।
এরপর রয়েছে আইসিসির ওয়ানডে বিশ্বকাপের মেগা ইভেন্ট। আপাতত এই দুই মেগা ইভেন্টকে ঘিরে চলছে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি পর্ব। তাই পাকিস্তানের ব্যস্ত সূচির মধ্যে টি-টেন লিগের জন্য আলাদা সময় বের করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কিন্তু সব চ্যালেঞ্জ নিতে আগ্রহ পিসিবি। টি-টেন লিগ পাকিস্তানে আয়োজন করতে এগিয়ে যেতে চায় তারা। যার জন্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই নতুন ফরম্যাটের লোগো উন্মোচনের কথাও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।