
বিজ্ঞপ্তি : রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র, ঈদের বোনাস, ছুটির পাওনা, শিক্ষা ভাতাসহ খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি ও আর আর জুটমিলের শ্রমিকদের সকল বকেয়া এবং রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর দাবি ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও বিচারের দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র এবং অন্যান্য পাওনা দাবি আদায় কমিটির উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত খালিশপরের নতুন রাস্তা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ মুহাম্মদ সাদেকুজ্জামান। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলমগীর কবির, মুনীর চৌধুরী সোহেল, লাভলু মল্লিক, খলিলুর রহমান, আলমগীর হোসেন, মোশারেফ হোসেন, আল আমিন শেখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার ২০২০ সালের ২ জুলাই বাংলাদেশের ২৬টি পাটকল বন্ধ করে দিয়েছেন। সেই সময় সরকার প্রধান, পাটমন্ত্রী ও শ্রমপ্রতিমন্ত্রী বলেছিলেন, দুই মাসের ভেতর শ্রমিকদের সকল প্রকারের বকেয়া পাওনা পরিশোধ করা হবে এবং ৩ মাসের মধ্যে পাটকলগুলো চালু করা হবে। কিন্তু আজ ৩২ মাস অতিক্রম করলেও স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র, অন্যান্য পাওনা, ২০২০ সালের দুটি বোনাস, ছাত্রদের উপবৃত্তির টাকা এবং আরো অন্যান্য পাওনাদি কবে পাওয়া যাবে তা আমরা জানি না। এব্যাপারে সরকারের তরফ থেকে কোন আশ্বাসও পাচ্ছি না। ইতোমধ্যে কিছু শ্রমিক মৃত্যুবরণ করেছেন। আমাদের জোর দাবি, পাটকল অবিলম্বে চালু ও সকল পাওনা পরিশোধ করা হোক।