
তালা/পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের কপোতাক্ষ নদীর পাড়ে বিলীন জায়গায় গড়ে ওঠা বিশাল দোকান ঘরের নির্মাণ কাজের উপর স্থিতিবস্তার আদেশ দিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত আদালতের আদেশ বৃহস্পতিবার তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বরাবর আসে। চিঠিটি নিয়ে পাটকেলঘাটা থানার পৌছানো মাত্র পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উক্ত ঘটনাস্থানে যেয়ে তাৎক্ষণিক কাজটি বন্ধ করে দেন।
এদিকে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের আদেশে স্থিতিবস্তার কথা উল্লেখ করা হয়েছে এবং দুই পক্ষকে আগামী ২৪-১২-২৩ তারিখে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের পাশেই কপোতাক্ষ নদীর পাড়ে দীর্ঘদিন যাবত রফিকুল বিশ্বাস ও তার ছেলে জুয়েল বিশ্বাস প্রভাব খাটিয়ে কাজটি করে আসছিলেন।
পাটকেলঘাটা বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, সেখানে প্রায় ৪৪ বছর যাবত কোন ঘর ছিলো না। তারা ওই জায়গাটি বিলীন দেখে আসছেন এবং এই জায়গাটি খাস। এ নির্দেশনা শোনার পরপর পাটকেলঘাটা বাজারের স্থানীয় বাসিন্দারা সবাই অনেক খুশি এবং তারা বলেন আজ জনগণের পক্ষে রায় দেওয়া হয়েছে।