
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রাপ্ত ভাতা দাবী সহ সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই এর অনিময় দূনীতির প্রতিবাদে মানববন্ধন করেছে একই ইউনিয়নের ইউপি সদস্যরা। বুধবার বিকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা বলেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই দূর্নীতির আখড়ায় পরিনত করেছে। সে দীর্ঘদিন ধরে কাজ না করেই সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছে। এছাড়া তার নিজস্ব লোক দিয়ে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড টাকার বিনিময়ে করে থাকেন । পরিষদের সকল আয় ব্যায়ের টাকা ও মেম্বরদের প্রাপ্ত ভাতা নিজেই আত্মসাৎ করে খাচ্ছেন। এবিষয়ে নিয়ে তার বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে একাধিক বার মানববন্ধন ও সহ ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। দূনীতিবাজ চেয়ারম্যানকে আব্দুল হাই কে বহিষ্কার সহ শাস্তির দাবী জানান ইউপি সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাছের সরদার, আছির উদ্দীন, নাজিম উদ্দীন সানা, শেখ মাসুদ রানা, জামসেদ আলী, রোস্তম আলী মোড়ল, সাতক্ষীরা বন ও পরিবেশ বিষয়ক কমিটির সভাপতি আদিত্য মল্লিক প্রমূখ।