জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ ফারুক হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের সুকান্ত মল্লিকের মটরসাইকেল গ্যারেজের সামনে আটক করা হয়।আটককৃত যুবক যুগিপুকুরিয়া এলাকার আবু তালেবের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম মহাসড়কে পাশে অভিযানন চালিয়ে ফারুক হোসেন নামে এক যুবককে আটক করে।পরবর্তীতে তার কাছ থেকে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রবিবার সকালে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত