জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে চোরাই গরু সহ দুই গরু চোর ও মাদক এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সর্বোমোট ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবারে রাতে তাদের তৈলকুপি খলিষখালী ও নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গরু চুরির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, তৈলকুপি গ্রামের নজরুল গাজীর ছেলে আল আমিন গাজী ও এবাদুল গাজীর ছেলে মোঃ হাফিজ গাজী।
সি আর মামলায় ওয়ারেন্টভুক্তরা হলেন, খলিষখালী ইউনিয়নের মঙ্গালান্দকাটি গ্রামের সালাম সরদারের ছেলে সুমন সরদার, করিম গোলদারের ছেলে আমিনুর গোলদার, গনেশপুর গ্রামের লতিফ মোড়লের স্ত্রী হাচিনা বেগম, রাঘবকাটি গ্রামের আব্দুল্লাহের স্ত্রী রাবেয়া বেগম একই এলাকার সবুর শেখের স্ত্রী মর্জিনা বেগম। গাঁজাসহ গ্রেপ্তারকৃত হলেন, দক্ষিন নগরঘাটা গ্রামের রজব আলীর ছেলে লিটন হোসেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন নারী সহ ২জনের বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তৈলকুপি এলাকা থেকে একটি চোরাই গরু সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। একই সাথে নগর ঘাটা এলাকা থেকে ১০০গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।