
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় স্বাধীনতার মহান স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ বিতরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক মো: নাজমুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহরুল হক, কলেজের অধ্যাপক আনন্দ মোহন মন্ডল, আতাউর রহমান, শামীমা আক্তার, মো: আতিয়ার রহমান, এস এম আব্দুল গফুর, প্রাক্তন অধ্যাপক সুব্রত কুমার দাশ, কলেজ গভর্নিং বডির সদস্য সরদার নুরুল ইসলা প্রমুখ। এছাড়া পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, মানবিক পাটকেলঘাটা সামাজিক সংগঠন, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি ও সরুলিয়া ইউনিয়ন শাখার আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, এ দিবস যথাযথ মর্যাদায় পালন করেন।